সিরাজগঞ্জের তাড়াশে কারিগরি (বি.এম) শিক্ষার একাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক মো. মোজাহারুল ইসলামকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ওই ছাত্রীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, তিনি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থী। বুধবার কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা চলাকালে কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এর আগেও ওই প্রদর্শক একাধিকবার তাকে উত্ত্যক্ত করেছিলেন।
পরে পরীক্ষা শেষে ওই ছাত্রী তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে অভিযুক্ত প্রদর্শককে পুলিশে সোপর্দ করে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং প্রদর্শককে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply