গৌরাঙ্গ লাল দাস,ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: যে বয়সে মা-বাবা ও বন্ধু বান্ধবদের সাথে মিশে সময় পার করার কথা, সেই বয়সে
ডাক্তার ও হাসপাতালে ঘুরে ঘুরে সময় পার করছে গোপালগঞ্জের কোটালীপাড়া
উপজেলার ঘাঘরকান্দা গ্রামের জামাল শেখের ছেলে সবুজ শেখ (১৯)। সবজু
দুরারোগ্যা প্যানসাইটোপেনিয়া রোগে আক্রান্ত হয়েছে। সে বর্তমানে বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজী বিভাগের চেয়ারম্যান
অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজের কাছে চিকিৎসারত রয়েছে।
সবুজের চিকিৎসার জন্য ৪০লক্ষাধিক টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তার পরিবার।
সবুজের পিতা কৃষক জামাল শেখ কান্নাজড়িত কন্ঠে বলেন, তিন মাস আগে সবুজের
প্রচুর জ¦র এবং কাশি হয়। কোটালীপাড়ার বিভিন্ন ডাক্তারকে দেখানোর পরেও
সবুজের কোন ভাবে জ¦র- কাশি ভাল হচ্ছিলো না। তার পরে সবুজকে গোপালগঞ্জে
ডাক্তার দেখাই। এখানের ডাক্তারদের পরামর্শে সবুজকে নিয়ে ঢাকার বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যাই। এখানে অনেক পরীক্ষা-নিরীক্ষা
শেষে ডাক্তাররা বলেছেন সবুজের প্যানসাইটোপেনিয়া হয়েছে। চিকিৎসা করাতে
নাকি ৪০ লক্ষাধিক টাকা লাগবে। আমি একজন কৃষক, এতো টাকা কোথায় পাবো।
সহায়-সম্বল যা কিছু ছিল এতো দিনে সব শেষ হয়ে গেছে। এখন আমি কি ভাবে আমার
সন্তানকে বাঁচাবো। আমি আমার সন্তানের চিকিৎসায় মানবতার জননী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ
করছি।
সাহায্য পাঠাবার ঠিকানা- জামাল শেখ, সঞ্চয়ী হিসাব নং-০৩৫৩৪০১৪৪২৯,
স্ট্যান্ডার্ড ব্যাংক, কোটালীপাড়া শাখা। বিকাশ নং-
০১৯২১৪০৭৪৪৯(পার্সোনাল)।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply