একাত্তরের মুক্তিযোদ্ধা’র চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদ মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থানরত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হান্নান হোসেনের চিকিৎসায় মানবতার মূর্তপ্রতীক বঙ্গবন্ধু-কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় সহযোগিতা কামনা করেছেন।
আজ এক বিবৃতিতে আবীর আহাদ বলেন, মুক্তিযুদ্ধের আট নম্বরের সেক্টরের এই বীর মুক্তিযোদ্ধা বহুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন আছেন। জীবনভর সততাকে পাথেয় করে চলে-আসা এই বীরযোদ্ধা তাঁর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে সহায়-সম্পদ বিক্রি করে একেবারে নি:স্ব হয়ে অত্যন্ত করুণ অবস্থায় ধুকে ধুকে মরছেন। ইতোমধ্যে তিনি তাঁর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যথাযথ বিভাগে আবেদনপত্র দাখিল করেছেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply