পুকুরে মাছ ছিল লাখ টাকার। এই মাছ বিক্রি করে বাচ্চাদের পড়ালেখা, সংসার এবং ৭ লাখ ৫০ হাজার টাকার পুকুর ভাড়া চালাবেন। কিন্তু নিমাই টিকাদারের সেই আশা শেষ। বুধবার দিবাগত রাতে কে বা কারা তার সেই মাছের ঘেরে কীটনাশক প্রয়োগ করে ২০ লাখ টাকার ক্ষতি করেছে। মাছগুলো মরে এখন পানিতে ভাসছে। ঘটনাটি গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের পিঠাবাড়ি গ্রামে।
স্থানীয়রা জানায়, নিমাই টিকাদারের ৪টি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দুবৃত্তরা। এতে ওই সকল ঘেরের সব মাছ মরে ভেসে উঠেছে।
ঘেরের মালিক নিমাই ঠিকাদার অশ্রুসজল চোখে বলেন, আমি রাত ১২টা পর্যন্ত ঘের পাহারা দিয়ে বাড়িতে চলে যাই। সকালে খবর পেয়ে এসে দেখি সমস্ত মাছ মরে পুকুরে ভেসে উঠেছে।
ঘেরে চিংড়ি, রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, স্বরপুটিসহ কার্প জাতীয় বিভিন্ন মাছ ছাড়ি যার বাজারদর প্রায় কুড়ি লাখ টাকা হবে। আমাকে নিঃস্ব করেছে যারা তাদের বিচার চাই।
এঘটনায় নিমাই ঠিকাদার গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
উল্লেখ্য, নিমাই এ পুকুরগুলো দুই বছরের জন্য মাঝিগাতি গ্রামের সাকায়েত কাজীর ছেলে সাজ্জাদ কাজীর থেকে ৭ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিল।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply