একাত্তরের মুক্তিযোদ্ধা’র চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদ বলেছেন, বেশ কিছুদিন যাবত দেশব্যাপী বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ওপর হত্যা নির্যাতন ও বসতবাড়ি ধ্বংসের যে তাণ্ডবলীলা চলছে তা সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে । এর প্রতিকারে প্রশাসন তথা সরকারের পদক্ষেপ খুবই হতাশাব্যঞ্জক ।
আজ এক বিবৃতিতে আবীর আহাদ বলেন, দেখা যাচ্ছে যে, প্রতিটি হামলার পশ্চাতে রয়েছে একাত্তরের পরাজিত রাজাকার ও তাদের পরিবারের লোকজন, যারা এসব কাজ করার জন্যে সরকারি দলে অবস্থান নিয়েছে । বেছে বেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ওপর হামলার ধরন দেখে সহজেই বুঝা যায় যে, মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যে ব্যবস্থা নিয়ে তাদেরকে পরাজিত করেছিল—–পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন সরকার ও সরকারি দলের প্রশ্রয়ে তারা পরিপুষ্ট হয়ে তারা এখন সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করে চলেছে ! কিন্তু বিস্ময়কর হলেও সত্য যে, মুক্তিযুদ্ধ পরিচালনাকারী আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন অবস্থায় রাজাকার অপশক্তির বাড়াবাড়ি যেন চরমেই উঠেছে । মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ওপর ধারাবাহিকভাবে যে পৈশাচিকতা চলছে, সে-ক্ষেত্রে প্রশাসনও যথাযথ দায়িত্ব পালন করছে না ।
আবীর আহাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্র তথা সরকার যদি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জানমাল ও মানসম্মান রক্ষায় ব্যর্থ হয়, তাহলে নিজেদের জীবন রক্ষায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন রাজাকার অপশক্তির বিরুদ্ধে কার্যকর প্রত্যাঘাত করতে বাধ্য হবে । এর ফলে উদ্ভূত পরিস্থিতির যাবতীয় দায় সরকারের ওপর বর্তাবে ।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply