প্রসীদ কুমার দাসঃ- ৫মে (রবিবার) সকাল ১০ ঘটিকায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া নামক স্থানে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস শেখ মেজবাহ উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত মেজবাহ উদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়ার মো. হুমায়ন কবিরের ছেলে।
সরেজমিনে গিয়ে স্থানীয় সুত্রে জানা যায়, শেখ মেজবাহ উদ্দিন ব্যবসায়িক কাজে গোপালগঞ্জ থেকে ভাটিপাড়ার উদ্দেশ্যে মবিল ভর্তি পিক-আপ নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কাশিয়ানী উপজেলার তিলছড়া নামক স্থানে তিনি পিক-আপ দাঁড় করিয়ে একটি দোকানে মবিল দেওয়া শেষ করে গন্তব্যস্থল ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী হামীম পরিবহণ তাদের পিক-আপটিকে সজোড়ে পিছন থেকে আঘাত করলে পিক-আপটি ছিটকে মহাসড়কের পাশে পড়ে যায়।
তাৎক্ষনিক স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নছিমনযোগে চিকিৎসার জন্য গোপালগঞ্জ পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে মারা যান।
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সাবেক ছাত্রলীগ নেতা শেখ মেজবাহ উদ্দিনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply