কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জ্ঞানের আলো পাঠাগারের সহযোগিতায় বাইতুল মামুর জামে মসজিদে মাইক সেট বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অর্থ সংগ্রহ করে মাইকসেটসহ প্রয়োজনীয় উপকরণ ক্রয় করে দেয় জ্ঞানের আলো পাঠাগার। রবিবার দুপুরে জ্ঞানের আলো পাঠাগার কক্ষে মসজিদ কমিটির হাতে মাইক সেট তুলে দেয় জ্ঞানের আলো পাঠাগার কর্তৃপক্ষ। এ সময় ইসলামিক ফাউন্ডেশন কোটালীপাড়া শাখার মডেল কেয়ার টেকার হারুন আর রশিদ, পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল, যুবলীগ নেতা কোটালীপাড়া এসএলআর কলেজের সাবেক ভিপি লিটন শেখ, ইউপি সদস্য শাহানুর শেখ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সহ পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল জানান, প্রতিষ্ঠার ৪ বছর পেরিয়ে গেলেও মসজিদে মাইক স্থাপন করতে পারেনি পশ্চিম কোটালীপাড়ার ঘাঘর কান্দা বাইতুল মামুর জামে মসজিদ। বিষয়টি জানতে পেরে আমরা মাইক কেনার সহায়তা চেয়ে
মেসবুকে পোষ্ট দেই। এতে সাড়া দিয়ে বিভিন্ন ব্যক্তি ১০ হাজার ৫০০ টাকা পাঠায় এবং মসজিদ কর্তৃপক্ষ এলাকাবাসীর নিকট থেকে ১০ হাজার টাকা উত্তোলন করেন। এই টাকা দিয়ে আজ মাইকসেট কিনে মসজিদ কমিটির হাতে আমরা তুলে দেই।
এু
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply