গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাবার রাখার দায়ে ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অাজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান এ জরিমানা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান জানান, কোটালীপাড়া রাধাগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারে অস্বাস্থ্যকর অবস্থায় মিষ্টি রাখার দায়ে তপন মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর অবস্থায় খাবার রাখার দায়ে স্বর্না হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি অারো জানান, রমজানে সঠিক খাদ্য তুলে দিতে অাগামীতেও এ অভিযান চালানো হবে।
মোজাম্মেল হোসেন মুন্না, ০৮,০৫,২০১৯
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply