কাশিয়ানীতে মাছের সঙ্গে শত্রুতা
পরশ উজিরঃ- পুকুরে মাছ ছিল লাখ টাকার। এই মাছ বিক্রি করে ছেলেদের পড়ালেখা ও সংসার চালাবেন। কিন্তু (অব) সার্জেন্ট শওকত আলির সেই আশা শেষ। বুধবার (৩১ অক্টোবর) রাতে কে বা কারা তাঁর সেই মাছের ঘেরে কীটনাশক প্রয়োগ করে পাঁচ লাখ টাকার ক্ষতি করেছে। মাছগুলো মরে এখন পানিতে ভাসছে। ঘটনাটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে।
ঘেরের মালিক (অব) সার্জেন্ট শওকত আলী অশ্রুসজল চোখে বলেন, আমি চাকরি থেকে অবসর হয়ে আমার সর্বশেষ সম্বল দিয়ে ২/৩ একর জমি কিনে নয় বছর ধরে মাছের ঘের কেটে মৎস্য চাষ করে আসছি। ইতিমধ্যে মাছগুলি অনেক বড় হয়েছে। ছোট বড় মাছের পরিমান ছিল প্রায় ১২৫ মন যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। আমি মাছগুলি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ কে বা কাহারা আমার এই ক্ষতি করলো আমি বুঝে উঠতে পারছিনা।
তিনি কাশিয়ানী থানায় লিখিত দিয়েছেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply