“এখন কাউয়ার চেয়ে ক্যামেরাম্যান বেশি। ডিএসএলআর ক্যামেরা থাকলেই ফটোগ্রাফার হওন যায় না রে পাগল।” কথা গুলি একটু দৃষ্টি কটু শোনা গেলেও ফটোগ্রাফি দুনিয়াতে হাল সময়ে এ কথা বেশ চলছে। একজন ফটোগ্রাফার হতে হলে সাধনা করতে হয়, লেগে থাকতে হয়। ফটোগ্রাফির এনালেটিক্যাল কিংবা থিওরেটিক্যাল ব্যাপারগুলো খুব একটা না বুঝলেও এটা বোঝা কঠিন নয় যে, একটি ফটোগ্রাফ দর্শকের মগজে একটা গল্প তৈরি করে দেয় । একটা সময়ের গল্প, একটা মুহূর্তের গল্প, কখনও একটা জীবনের গল্প । তাই চলুন কেবলই স্রোতে গা না ভাসিয়ে কিছু কিছু জিনিস মাথায় রেখে ক্যামেরা হাতে ধরি। আর গল্পকে তুলে আনি জীবন্ত আবহে। কথা গুলো বলছিলেন এ সময়ের খ্যাতিমান ছবিয়াল নাফিজ ইকবাল রাব্বি, জানতে চেয়েছিলাম ফটোগ্রাফি শুরু কি ভাবে…?
সাবলীল ভাবে প্রকাশ করলেন মনের কথাঃ ফটো তোলার সখ আমার ছোট বেলা থেকে। যখন ছবি তুলতাম সবাই আমার ছবির বেশ প্রশংসা করতো, তার থেকেই আমি ছবি তোলার প্রতি আরও বেশী আকৃষ্ঠ হয়ে পরি। ২০১২ সালে মূলত আমার বন্ধু তোহার অনুপ্রেরণা নিয়ে প্রফেশনাল ভাবে আমার ফটোগ্রাফির যাত্রা শুরু করি সেই শুরু আজ অব্দি চলে যাচ্ছে ।
কাজের অভিজ্ঞতা সমন্ধে আমাদেরকে বলুন …?
ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে অভিজ্ঞতা ছিল বেশ, ২০১৬ পর্যন্ত ৪০টির ও বেশী ফ্যাশন হাউজের কাজ করেছি। কর্পোরেট আরও অনেক কোম্পানিতে কাজ করেছি। ওয়েডিং করেছি প্রায় সাত শতাধিক , কাজ করেছি নাম করা অনেক তারকা ব্যক্তিদের সাথে।
যারা এই ফটোগ্রাফিতে আসতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ ?
আসলে আমার পরামর্শ বলতে তরুণদের যা বলতে চাই তা হল ফটোগ্রাফি বলতে শুধু ফটো তোলা বোঝায় না, এর ভেতরে অনেকগুলো বিভাগ রয়েছে। আপনারা ভিডিও এডিটিং, ফটোসপ এর কাজও শিখতে পারেন, আরও শিখতে পারেন সিনেমেটোগ্রাফির কাজও। কিন্তু এতে সদইচ্ছা থাকতে হবে প্রথমেই যদি কেউ এটাকে প্রফেশন হিসেবে নেন তাহলে ভালো ফটোগ্রাফার হয়ে ওঠা বেশ কঠিন হয়ে যাবে। তাই প্রথমে এটার জন্য আপনি উপযুক্ত কিনা তা ভেবে সিদ্ধান্ত নিন।
সর্বশেষ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য ধন্যবাদ।
আপনাকে ও আপনার কালের চাকা পরিবারকে অসংখ্য ধন্যবাদ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply