কালিয়া প্রতিনিধি :- নড়াইলের কালিয়ায় অবৈধ্য ঘাতক ড্রেজার দিয়ে বালু উত্তলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক আমার একুশ পত্রিকার দুই সাংবাদিক সহ স্থানীয় ভূমি নায়েব । তারা হলেন চ্যানেল এস টিভির কালিয়া উপজেলা প্রতিনিধি মো: হাচিবুর রহমান,দৈনিক আমার একুশ পএিকার প্রতিনিধি করিম স্বপন ও ইউপি ভূমি নায়েব নিজাম উদ্দীন
জানা যায় , ঘাতক ড্রেজার দিয়ে অবৈধ্য ভাবে বালু উত্তলনের সংবাদ পেয়ে স্থানীয় ভূমি নায়েবের সঙ্গে পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রাম সংলগ্ন আঠারো বাকি নদীতে যান মো: হাচিবুর রহমান ,করিম স্বপন ও নায়েব নিজাম উদ্দীন । ইউপি ভূমি অফিসার ঘাতক ড্রেজার দিয়ে বালু উত্তলনের বিষয়টা ড্রেজার শ্রমিকের কাছে জানতে চাইলে অবৈধ্য বালু উত্তলনকারী ও ব্যাবসায়ি বল্লাহাটি গ্রামের টুকু সিকদার এর ছেলে হাচান মেম্বার ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিক সহ ভূমি নায়েবকে অকথ্য ভাষায় গালিগালাছ করে ও এক পর্যায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করে ।
এ বিষয়ে চ্যানেল এস টিভির প্রতিনিধি মো: হাচিবুর রহমান জানান , আঠারো বাকি নদীতে ঘাতক ড্রেজার দিয়ে অবৈধ্য ভাবে দীর্ঘদিন যাবত বালু উত্তলন ও বিক্রি কওে আসছে এলাকার প্রভাবশালী হাচান মেম্বার ।সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে গেলে বালু উত্তলনকারী প্রভাবশালী হাচান মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে ।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কালিয়া উপজেলা সাংবাদিক মহল ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply