গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার, গোপাগঞ্জঃ-গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পিআইবি’র আয়োজনে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।শনিবার টুঙ্গিপাড়া উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন।পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:সোলায়মান বিশ্বাস, বিশ্বাস,পিআইবির পরিচালক (প্রশাসন)মো:জাকির হোসেন,প্রশিক্ষণ সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বী বক্তব্য রাখেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিআইবির মহাপরিচালক প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।প্রশিক্ষণে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply