গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিল্টন ফকির (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে শনিবার (১১ মে) ভোরে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামুল হক জানিয়েছেন, আটক মিল্টন ফকিরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ইফতার শেষে শিশুটির মা পাশের বাড়িতে পানি আনতে যায়। এ সময় মেয়েটি উঠানে খেলছিল। তখন বাড়িতে অন্য কেউ ছিল না তখন এ সুযোগে প্রতিবেশী মিল্টন ফকির শিশুটিকে নির্মাণাধীন বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
অসুস্থ শিশুটি গোপালগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টুঙ্গিপাড়া থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply