কালের চাকা নিউজ ডেস্কঃ– গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম কোবাদ শেখের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম কোবাদ শেখের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত বছরের এই দিনে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।
তিনি দীর্ঘ ১৮ বছর কাশিয়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ২২ বছর মেম্বার নির্বাচিত হয়ে নিরলস ভাবে জনগনের সেবা করে গেছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে।
তাঁর মৃত্যুবার্ষিকীতে “দৈনিক কালের চাকা” নিউজের পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply