সন্তানের খিদের জ্বালা পৃথিবীর কোন বাবার সহ্য হয়না
রিয়াজ মুস্তাফিজ
বাবাদের কোন কোন সংগা থাকেনা। বাচ্চার কান্না সহ্য করার ক্ষমতাও এদের নেই। পৃথিবীর সমস্ত বাবারা সন্তানের জন্য অনেক অনেক কিছু করেন। যা সন্তান কখনো জানে, কখনো জানেনা। বাবার অদৃশ্য হাত সন্তানের ভবিষ্যতের সিড়ি হিসেবে কাজ করে। সন্তানের প্রতিষ্ঠিত হওয়া কোন বাবা দেখে যান আবার কেউ না দেখেই চলে যান পরবারে।
সন্তানের খিদের জ্বালা পৃথিবীর কোন বাবাই সহ্য করতে পারেনা!!
দেশ এগোচ্ছে। এগোচ্ছে অর্থনীতি।
কিন্তু এখনো বড় বড় বিল্ডিংয়ের নিচেই অসংখ্য মানুষের না খেয়ে থাকা আমরা দেখিনা। শীতের রাতে গরম কম্বলের তলায় সবার শরীর যায় না। বিদ্যুৎ বিহীন ছাপড়া ঘরের গরমের যন্ত্রনা এসি রুমে বসে বোঝা য়ায় না।
টাকার অভাবে বাচ্চার দুধ চুরি করা বিচ্ছিন্ন ঘটনা। এমনটাই অনেকে বলতে পারেন। চাকরীহিন, অর্থহীন একটা পরিবারের কাছে এক প্যাকেট দুধ, দুই সের চাল, এক কেজি আলুর দাম কোন ভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়।
চুরিকে কোন ভাবেই সমর্থন করিনা। তরতর করে এগিয়ে যাওয়া একটি দেশে, টাকার অভাবে বাচ্চার দুধ চুরি করা কিসের ইঙ্গিত?
বিদেশ বিভূইয়ে এমন ঘটনা কম বেশি শোনা গেলেও আমাদের দেশে তেমনটা শোনা যাইনি। এবার খোদ রাজধানীতে ঘটে গেলো হৃদয় বিদারক ঘটনা।
সন্তানের জন্য দুধ চুরি করে ধরা পড়া পিতাকে বাঁচালেন পুলিশ। তার ঘরেও দুধের বাচ্চা আছে!
বেঁচে থাকুক মানুষ। বেঁচে বড় হয়ে উঠুক দুধের বাচ্চারা। জাগ্রত হোক বিবেক। সবার উপরে উঠে আসুক মানবতা।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply