নিজস্ব প্রতিবেদকঃ- গোপালগঞ্জের মুকসুদপুর অগ্রণী ব্যাংক শাখা থেকে রোববার সকালে সিসি টিভির ফুটেজ দেখে চোর আট করা হয়েছে।
আটক চোরের নাম লাভলু। সে ভাঙ্গা থানার হামির্দি গ্রামের শফীজুদ্দীন মোল্যার ছেলে।
গত ৩ মার্চ কাশিয়ানী উপজেলার প্রবাসী সোহেল মিয়া মুকসুদপুর অগ্রণী ব্যাংক শাখায় ৮০ হাজার টাকা পাঠান। পরে তার স্ত্রী শামীমা ব্যাংক থেকে টাকা তুলে লোকাল বাসে বাড়ি ফেরার পথে বাস থেকে তার ব্যাগ কেটে ৭৯ হাজার হাজার টাকা নিয়ে চোর পালিয়ে যায়।
শামীমা বলেন, আমি ব্যাংক থেকে টাকা তুলার পর ব্যাংক থেকেই চোর আমার পিছু নেয়। বাসে উঠার পর চোর লাভলু আমার সিটে বসে বার বার আমাকে চেপে বসতে বলে । পরে মুকসুদপুর থেকে ফেরার পথে গ্যাড়ালোখা বাসস্ট্যান্ডে নেমে দেখি আমার ব্যাগ কেটে টাকা নিয়ে গেছে।
এ বিষয়ে মুকসুদপুর অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, শামীমার টাকা নেয়ার পর সে আমাদের ব্যাংক শাখায় অভিযোগ করেন। আমরা তাকে সিসি টিভির ফুটেজ দেখালে সে বলে এ লোক আমার পাশে বসে ছিলো।
রোববার ব্যাংকের সময় শুরু থেকেই তাকে আমরা দেখতে পাই, পরে সন্দেহ হলে সিসি টিভির ফুটেজ দেখে তাকে চিনতে পারি। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে টাকা নেয়ার কথা স্বীকার করে। তার সহযোগী ফরিদপুরের ফারুকও ছিলো সে কৌশলে পালিয়ে গেছে। লাভলুকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply