গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জে শেষ হয়েছে জেলার কর্মরতঃ সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোটিং প্রশিক্ষণ কর্মশালা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিঅাইবি) এ প্রশিক্ষণ কর্মশালার অায়োজন করে।
মঙ্গলবার (১৪ মে) সার্কিট হাউজ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।
সিনিয়র সহকারী সচিব মাহাবুর জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা মঈন উদ্দিন, প্রশিক্ষক রহমান মুস্তাফিজ, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল হক প্রমূখ বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ জন সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply