ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান
কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে । মাঠে শ্রমিক না থাকলেও অসাধু ইউপি
সদস্যরা খাতা কলমে শ্রমিক দেখিয়ে টাকা তুলে নেওয়ার পায়তারা করছে।
জানাগেছে, চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়নে অতিদরিদ্রেদের জন্য
কর্মসংস্থান কর্মসূচিতে (৪০ দিনের কর্মসূচি) ১কোটি ৬৮লক্ষ ৬৪ হাজার টাকা
বরাদ্দ দেয়া হয়েছে। সে মোতাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার
কার্যালয় থেকে ১১টি ইউনিয়নে ৩৬টি প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত টাকা বন্টন
করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, উপজেলার
বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদ নাগরা সরওয়ার শিকদারের বাড়ির রাস্তা থেকে আব্দুল
রহিম শেখের বাড়ি পর্যন্ত রাস্তা পূর্ণনির্মাণ, শ্রীদাম কর্মকারের বাড়ি
হইতে তৈয়াব আলীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ ও বাসুদেব মধুর বাড়ি হইতে
বিমল রায়ের বাড়ি পর্যন্ত পূর্ণনির্মাণের ৩টি প্রকল্প উপজেলা প্রকল্প
কর্মকর্তার কার্যালয়ের দাখিল করে। প্রকল্প ৩টির অনুকুলে ৮লক্ষ ৬ হাজার
টাকা বরাদ্দ দেয়া হয়। এই ৩টি প্রকল্পে দৈনিক ১০০ জন শ্রমিক কাজ করার কথা।
গত সোমবার সরেজমিনে গিয়ে ৩টি প্রকল্পে ৩২জন শ্রমিককে কাজ করতে দেখা যায়।
এ ব্যাপারে ওই প্রকল্প ৩টির প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউপি
সদস্য আব্দুল রহিম, মুকুল হাওলাদার ও যতীশ রায়ের কাছে জানতে চাওয়া হলে
তারা বলেন, এখন ধান কাটার মৌসুম তাই শ্রমিক পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশ না করা শর্তে প্রকল্প ৩টির কয়েকজন শ্রমিক জানিয়েছেন, মাঠে
যারা কাজ করতে না আসে তাদেরও প্রতিদিন হাজিরা দেখানো হয়। তাদের স্বাক্ষর
জাল করে ইউপি সদস্যরা টাকা উত্তোলণের পায়তারা করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী আব্দুল আজিজ বলেন, যে সকল
শ্রমিক সরেজমিনে কাজ করেছে তাদের বাহিরে একটি টাকাও বিল দেয়া হবে না
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply