গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী
লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে
ছাত্রলীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে
একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। পৌর
ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর
মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উপজেলা
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফজলুল রহমান দিপু, যুবলীগ নেতা তাইজুল
ইসলাম, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি নাজমুল সরদার
চপল, স্বপন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া, পৌর
ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, সাংগঠনিক সম্পাদক জুলহাস
শেখ, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক রাজিব
শেখ বক্তব্য রাখেন।
পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বলেন, ৭৫এর ১৫আগস্ট স্বাধীনতার পরাজিত
শত্রু ও দেশি-বিদেশি ঘাতক চক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
স্বপরিবারে হত্যা করে। তখন জাতির জনকের দুই কন্যা দেশের বাইরে থাকার
কারণে প্রাণে বেঁচে যায়। দীর্ঘ বিদেশ জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে
জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন। তার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ
চারবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আজ বিশে^র দরবারে
উন্নয়নের রোল মডেল। সেই দিন শেখ হাসিনা দেশে ফিরে না আসলে বাংলাদেশ এই
অবস্থানে আসতে পারতো না।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply