গোপালগঞ্জ প্রতিনিধিঃ- মসজিদের দান বাক্সের মাত্র ৫ টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বাদল সরদার (৬৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতি গ্রামে রাত সাড়ে ৮ টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
সদর থানার এস.আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৪/৫ দিন আগে একই গোষ্ঠীর বিবাদমান দুই গ্রুপের মধ্যে প্রথমে ইফতারী খাওয়া নিয়ে বিবাদ বাধে। পরে তা নিজেরাই মিমাংশা করতে আজ মাগরিবের নামাজের পর শালিশ বৈঠক বসে। পরে আরো সব পুরোনা বিষয় মিমাংশার কথা উঠলে তারাবির নামাজের পর সব কথা শোনা হবে এবং মিমাংশা করার সিদ্ধান্ত হয়। এ সময় নিহত বাদল সরদার বলেন যে প্রতিপক্ষ মসজিদের দান বাক্সের ৫ টাকা সফর সরদার জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এ নিয়ে বাদল সরদার ও সফর সরদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। এরই জের ধরে তারাবির নামাজ শুরু হবার কিছুক্ষন পর উভয় পক্ষ নামাজ ছেড়ে সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ আরো জানায়, সফর সরদার ও তার ছেলেদের আক্রমনে মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হন। আহত বাদল সরদারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের বাবার নাম ফক্কু সরদার। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply