একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠন ‘মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা আইনসহ তাদের উন্নত আর্থসামাজিক জীবন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকার দাবি বাস্তবায়নের জন্য আগামীতে অনশন ধর্মঘট পালন করবে ।
একাত্তরের মুক্তিযোদ্ধা’র চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদের সভাপতিত্বে আজ বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্টিয়ারিং কমিটির সভায় এ-সিদ্ধান্ত গৃহীত হয় ।
স্টিয়ারিং কমিটির সভায় উপস্থিত সদস্যরা হলেন মহাসচিব আশালতা বৈদ্য, এডভোকেট হান্নান হোসেন, মোজাম্মেল হোসেন হেলাল, জুলকারনাইন ডালিম, মহিবুল ইসলাম ইদু, সৈয়দ গোলাম মোস্তাফা, হাশেম আলী, কাজী লিয়াকত আলী ও খন্দকার জেড ইসলাম মণি । ঢাকার বাইরে থেকে ফোনে মোহাম্মদ মোজাফফর হোসেন চাঁদ, বাহারউল্লাহ মজুমদার, আবদুল খালেক বিশ্বাস ও আফতাব আহমদ শিকদার সভার গৃহীত কার্যক্রমের সাথে ঐকমত্য পোষণ করেন । সভায় বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা হাশেম আলীকে একাত্তরের মুক্তিযোদ্ধা’র অন্যতম ভাইস চেয়ারম্যান ও স্টিয়ারিং কমিটির সদস্যপদে কো-অপ্ট করা হয় ।
সভায় যেসব জেলা ও উপজেলায় একাত্তরের মুক্তিযোদ্ধা’র শাখা কমিটি গঠিত হয়নি, সেসব স্থানে শাখা কমিটি গঠনের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান হয় ।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply