1. royelllab@gmail.com : admin : কালের চাকা ডেক্স :
  2. kashiani09@gmail.com : Uzir Poros : Uzir Poros
  3. newsdex@kalerchaka.com : নিউজ ডেক্স : নিউজ ডেক্স
  4. shaonbsl71@gmail.com : Shaharia Nazim Shaon Staff Reporter : Shaharia Nazim Shaon Staff Reporter
  5. soykatsn@gmail.com : Soykat Mahmud : Soykat Mahmud
  6. kcnewsdesk@kalerchaka.com : কালের চাকা ডেস্ক 2 : কালের চাকা ডেস্ক 2
  7. hksopno51@gmail.com : Shopno Mahmud : Shopno Mahmud
  8. demo@gmail.com : demo demo : demo demo
  9. editorparosh@gmail.com : editor parosh : editor parosh
  10. adminx@gmail.com : admin admin : admin admin
  11. admin@kalercchaka.com : admin Admin : admin Admin
  12. newsroom@kalerchaka.com : News Room : News Room
  13. niloykustia@kalerchaka.com : Niloy Rasul : Niloy Rasul
  14. royel.oe@gmail.com : Shakil Shakil : Shakil Shakil
  15. subadmin@dtmti.com : subadmin subadmin : subadmin subadmin
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
নোটিস :
দৈনিক "কালের চাকা" পত্রিকার সকল স্টাফ, সম্পাদক পরিষদ সহ সকল লেখক, পাঠক, বিঞ্জাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে দৈনিক কালের চাকা পত্রিকার লোগো পাল্টানো হয়েছে আপনার আজ থেকে কালের চাকা সংশ্লিস্ট সকল জায়গায় নতুন লোগো দেখতে পারবেন শুভেচ্ছান্তে - সম্পাদক ও প্রকাশক দৈনিক কালের চাকা
শিরোনাম
নকল ভেজাল নিম্নমানের কসমেটিকসেবাজার সয়লাব দায় কার?? – ড. এম. এন. আলম ঔষধের মূল্য বৃদ্ধির এ প্রবণতা রুখতেকতিপয় সুপারিশ ও প্রস্তাবনা-ড.এম.এন.আলমসাবেক উপপরিচালক ও আইন কর্মকর্তাঔষধ প্রশাসন অধিদপ্তর। বগুড়ার ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ১০ টাকায় পাঞ্জাবি, ১০০ টাকায় প্রেসার কুকার, আজ রাতে পাবেন ইভ্যালিতে প্রেসক্লাব আলফাডাঙ্গা’র শুভ উদ্বোধন কোনো নায়িকাই পেলেন না নৌকার টিকিট বাগেরহাট-৩ এ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আলহাজ্জ্ব ইদ্রিস আলী ইজারাদার ব্রেকিং নিউজ: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলা বাঁশখালী উপজেলা প্রশাসন প্রস্তুতি সম্পন্ন করেছে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক, সেকেন্ডে যাবে ১৫০ সিনেমা

মসজিদের টাকা আত্মসাত: কোটিপতি সামাদ মুন্সী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ সময় : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ১৫১১৫৭ নিউজটি দেথা হয়েছে

এ ব্যাপারে সাধারণ জনগন আক্ষেপ করে বলেন আমাদের সোনারগাঁয়ে সাধারণত কবুতর চুরির বিচার হয় মামলা হয় নিউজ হয়, কিন্তু আল্লাহ্‌র ঘর মসজিদের কোটি কোটি টাকা উধাও এ নিয়ে প্রশাসন সাংবাদিক ও জনপ্রতিনিধি কারো কোন মাথা ব্যথা নেই তাহলে আমরা কি ভাববো সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ যা বলছে তাই ঠিক।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের ফেসবুক স্টাটাস থেকে জানাযায়, আল্লাহর ঘর মসজিদের নাম করে সমস্ত দোকানপাট এবং ফুটপাত থেকে যে চাঁদা উত্তোলন করা হচ্ছে জার মাসিক আয় দাড়ায় লক্ষ লক্ষ টাকা ,সাধারণ হিসাবে মাসিক আয় ১০০০০০ টাকা হলে বাৎসরিক আয় ১২,০০০০০ টাকা ২৫ বছরে নরমাল হিসেবে ৩ কোটি টাকা আয় থাকার কথা। তার মধ্যে বছরে ২ টি ঈদ ও একটি রমজান মাস, দানের পরিমাণ আকাশ ছোঁয়ার কথা থাকলেও বাস্তবে মসজিদের সেক্রেটারী জানান যে, মসজিদ কমিটি ঋন আছে, ফান্ডে নগদ কোন টাকা নেই।

তাহলে উত্তোলনকৃত টাকাগুলো খাচ্ছে কে..?

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের পাশে কেন্দ্রীয় জামে মসজিদ, মসজিদ কমিটির সভাপতি আবদুস সামাদ মুন্সী মসজিদের উন্নয়ন ও দানবাক্সের আয়ের টাকা মেরে হয়েছেন কোটিপতি।

স্থানীয়রা জানায়, মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের (মৃত) নোয়াব আলী বেপারীর ছেলে ছামাদ মুন্সী। প্রায় দুই যুগ ধরে অবৈধভাবে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি রয়েছেন।

রাজনৈতিক কয়েকজন কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সামাদ বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের ঘনিষ্ঠ। সেই সময় ক্ষমতার অপব্যবহার করে তিনি হাবিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি হন। এরপর থেকে সরকারের পরিবর্তন ঘটলেও তিনি বহাল থাকেন সভাপতি পদে।

কয়েকজন স্থানীয় মুসল্লি জানায়, মসজিদের আয় হলেও উন্নয়ন না করে লুটেপুটে খাচ্ছেন সভাপতি।

হাবিবপুর গ্রামের হাসান, শাহিন, খোরসেদ, ফারুক সহ আরো অনেকে বলেন, মসজিদের টাকার পাশাপাশি সামাদ নিরীহ লোকদের জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

অভিযুক্ত আবদুস সামাদ মুন্সীর বিরুদ্দে গত ১৬ নভেম্বর, ২০১৬ ইং কালের কণ্ঠ পত্রিকার চাঁদা তুলে কোটিপতি শিরোনামে নিউজ প্রকাশিত হলেও রহস্যজনক কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায় মোগরাপাড়া বাসস্ট্যান্ডে ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানায়, ফলের দোকান থেকে শুরু করে টং ও মার্কেটের দোকানেও মসজিদের নামে সামাদ মুন্সী চাঁদা তোলেন।

এ ছাড়া তিনি ২৫ বছর ধরে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি পদে রয়েছেন। এভাবে চাকরি বা ব্যবসা না করেও তিনি কোটি টাকার মালিক হয়েছেন।

স্থানীয় মুসল্লিরা ও কমিটির অনন্য সদস্যরা মনেকরেন পোরান কমিটি ভেঙে যুব সমাজের উদ্যোগে নতুন কমিটি করা হলে মসজিদ কমিটি ঋণ বলতে কিছু থাকতে পারেনা..

তাহলে সোনারগাঁও মোগড়াপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের নামে উত্তোলনকৃত মাসিক লক্ষ লক্ষ টাকা কয়েক বৎছরে কোটি টাকা যাচ্ছে কার পেটে ? মুসল্লিদের ধারনা মসজিদ কমিটির সভাপতি সামাদ মুন্সী ছাড়াও অনেক বেক্তি আছেন পর্দার আড়ালে যারা টাকার ভাগ পাচ্ছে ও সামাদ মুন্সিকে সর্বাধিক ছত্রছায়া দিয়ে রাখেন।

এজন্য তদন্ত করার জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি, এবং জনগনের সম্মুখে টাকা আত্মসাতকারির মুখোশ উন্মোচন করার অনুরোধ জানাচ্ছি।

Print Friendly, PDF & Email

নিউজটি ফেচবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সর্বশেষ সংবাদ

© All rights reserved 2000-2023 © kalerchaka.Com

Developed by MozoHost.Com