কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাশিয়ানী প্রতিনিধি:-কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসে কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-১ আসন (কশিয়ানী-মুকসুদপুর) সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান।
কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোক্তার হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক চৌধুরী, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল হালিম পিপি গোপালগঞ্জ জর্জ কোর্ট ও ইঞ্জিনিয়ার এম এম আবুল হোসেন যুগ্ম সম্পাদক,
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ। এসময় কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আঃ রউফ মোল্যা, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর (হিল্টু) ও কাশিয়ানী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, উপজেলার সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply