ধর্মীয় শিষ্টাচারের প্রতি সম্মান জানাতে প্রতিবারের মতো এবারেও পবিত্র মাহে রমজানে প্রাইম ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ গত ২২ই মে, ২০১৯ রোজ বুধবার নিজ বিভাগে ইফতার মাহফিলের আয়োজন করে । এই আয়োজনে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মীর শাহাবুদ্দিন, সিনিয়র ভাইস-চেয়ারম্যান আশরাফ আলী, ব্যবসা প্রশাসন বিভাগের ডীন ডঃ জাহাঙ্গীর আলম । এছাড়াও উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা। ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান ডঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান। ছাত্র-ছাত্রীদের অকালন্ত পরিশ্রমে এ ইফতার ও দোয়া সফল ভাবে সম্পুর্ণ হয়, আয়োজনে সার্বিক তত্তাবধানে ছিলেন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের মধ্য, শাহরাফিন আহম্মেদ সবুজ এ ইফতার উপলক্ষ্যে দেশ, জাতি ও প্রাইম ইউনিভার্সিটির সার্বিক মঙ্গল, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্যে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply