ষ্টাফ রিপোর্টার ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর গ্রান্ড প্রিন্স রেস্তোরার একটি হলরুমে অনুষ্ঠিত ইফতারে ঢাকায় কর্মরত আলফাডাঙ্গার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি গাজী জিয়াউল হক।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, এই সংগঠনের কার্যক্রম শুধু ইফতার ও পিকনিকের মতো অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই। আলফাডাঙ্গার তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম শুরু করা হয়েছে। এসব কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সহযোগীতা ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা। উক্ত ইফতার মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত, অতিথিবৃন্দ যোগ দেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply