গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার, গোপাগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার তারাশী গ্রামে জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে ৭৫টি হতদরিদ্র পরিবারের মাঝে চিনি, সেমাই, দুধ, চাল, তেল, নগদ টাকা, নতুন পোশাকসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ
সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না,
সমাজসেবক ইউসুফ আলী দাড়িয়া, ড. অপূর্ব রুদ্র, ইউপি সদস্য শাহানুর শেখ
বক্তব্য রাখেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply