গোপালগঞ্জ প্রতিনিধিঃ- ঈদের বাজার করে বাড়িতে ফেরা হলো না নয়ন মোল্লা ও সৈয়দ ওয়ালিদ নামে দুই যুবকের। মাইক্রোবাস ও মটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ওই দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের অপর এক বন্ধুসহ ৬ জন আহত হয়েছেন।
আজ সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকার মকিত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২৫) ও চাপতা গ্রামের সৈয়দ লিটনের ছেলে সৈয়দ ওয়ালিদ (২২)।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী জানিয়েছেন, গোপালগঞ্জ শহর থেকে ঈদের মার্কেট সেরে মটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ন মোল্লা ও সৈয়দ ওয়ালিদসহ ৩ যুবক। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া নামকস্থানে মাওয়া ঘাট থেকে খুলনাগামী বিপরীতমুখি একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে তাদের মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল আরোহী ওই দুই যুবক ঘটনাস্থলে নিহত ও অপর মটর সাইকেল আরোহী যুবক গুরুতর আহত হন। এ ছাড়া এ ঘটনায় মাইক্রোবাসের ৫ যাত্রীও আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply