গোপালগঞ্জ প্রতিনিধি : যমুনা টিভির গোপালগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না ও লতিফপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজ্জাফর এইচ নান্নুর মাতা মুক্তিয়া বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন………)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘোষেরচর দক্ষিণপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে বাধ্যকজনিত রোগে ভুগছিলেন।
তিনি জি বাংলার সারেগামাপার খ্যাতনামা কন্ঠ শিল্পী মঈুল হাসান নোবেলের দাদী।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি মৃত আবুল হোসেনর স্ত্রী।
অাজ সকাল ৯টায় ঘোষেরচর দক্ষিণপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে নবীনবাগস্থ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে গোপালগঞ্জ রিপোর্টাস ফোরাম, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, কোটালীপাড়া প্রেস ক্লাব, কাশিয়ানী প্রেসক্লাবসহ, দৈনিক যুগককথা পরিবার, সাপ্তাহিক মুকসুদপুর সংবাদ পরিবারসহ, দৈনিক ইত্তেফাকের খোন্দাকার এহিয়া খালেদ সাদী, কালের কন্ঠের প্রসুন মন্ডল, এসএটিভি ও রিইজিংবিডির বাদল সাহা, ডিবিসি নিউজের সুব্রত সাহা বাপী, যায়যায় দিনের এসএম নজরুল ইসলাম, একুশে টিভির একরামুল কবীর, চ্যানেল-২৪-এর রাজীব আহম্মেদ রাজু, দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু, নিউজ-২৪ এর মুন্সী মোহাম্মদ হুসাইন, বাসসের হায়দার হোসেন, দৈনিক কালের চাকার ভারপ্রাপ্ত সম্পাদক পরশ উজিরসহ জেলায় কর্মরত সাংবাদিকেরা শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply