শাহরিয়ার নাজিম শাওন (স্টাফ রিপোর্টার) :
বাঙালি জাতিকে জানিয়ে দাও,আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও। আক্ষেপ করেই কথাগুলো বললেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলিমাঝী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকুব্বর মোল্লা।
৭১ এ মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির যে শ্রেষ্ঠ সন্তানটি নিজের জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছে এই বাংলাদেশের জন্য,সেই সন্তানটি আরেকটু বাচঁতে চাই এই বাংলাদেশের বুকে,সে আরেকটু আলো বাতাস খেতে চাই এই বাংলার।
শরীরে মরণ ব্যাধি ক্যান্সার নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে চলছেন আকুব্বর মোল্লা,ক্যান্সারের কেমো দেওয়ার মতো অর্থ নেই তার,চিকিৎসা করতে গিয়ে সর্বস্হ হারিয়ে পথে বসেছেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।
জীবন বাচাঁতে বাড়ীর জায়গা, মাঠের ফসলের জমি সব বিক্রি করে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহোযোগিতা চেয়েছেন মরনব্যধী ক্যান্সারে আক্রান্ত আকুব্বর মোল্লা।
প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা ১০,০০০/- টাকা,তারপর ব্যাংক লোন ৩লাখ টাকা,জমি বিক্রি করে ১০ লাখ মোট ১৩ লাখ টাকা খরচ করেও ক্যান্সার থেকে মুক্তি পাননি আকুব্বর মোল্লা।ঢাকা উত্তরা মডেল টাউনে অবস্হিত আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে প্রফেসর কর্ণেল ডা.মো. ইউসুফ আলীর তত্বাবধায়নে চিকিৎসা করাচ্ছেন আকুব্বর মোল্লা। প্রতি সপ্তাহে দুইটা কেমো দিতে ৭০০০০/- টাকা খরচ হচ্ছে।এই অর্থের যোগান নাই আকুব্বর মোল্লার।বুক ফাটা কান্না আর বেচেঁ থাকার আকুতি নিয়ে সবার সহোযোগিতা চেয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা।
তিনি আক্ষেপ করে আর্তনাদ করে বললেন,মাননীয় প্রধানমন্ত্রী তো কত অভিনেতা,অভিনেত্রীদের চিকিৎসার জন্য অনুদান দেন,অথচ আমি দেশের জন্য যুদ্ধ করে আজ ধুকে ধুকে মরছি।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply