কালের চাকা নিউজ ডেস্কঃ- ঘোনাপাড়া বাজারের প্রধান আকর্ষণ শেখ জামালের স্পেশাল চা। ঘোনাপাড়া বাজারের সবার প্রিয় শেখ জামাল, সবসময় মজার মজার কথা বলে মাতিয়ে রাখেন চায়ের দোকান।
ঘোনাপাড়া বাজারে এসেছে কিন্তু শেখ জামালের চা খাইনি, এমন লোক নেই।
কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের প্রাণ কেন্দ্র হচ্ছে ঘোনাপাড়া বাজার। এখানে সারাদিন লোকজন চলাফেরা করে। আর এই বাজারের প্রধান আকর্ষণ হচ্ছে শেখ জামালের স্পেশাল চা।
বিভিন্ন এলাকার লোকজন ঘোনাপাড়া বাজারে ভিড় করে শেখ জামালের এক কাপ স্পেশাল চা খাওয়ার জন্য। ছোট বড় সকলের প্রিয় এই দোকানের চা।
ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সফল সহ-সভাপতি রকিবুল ইসলাম মিনা বলেন আমি বাড়িতে আসলে একবার হলেও ঘোনাপাড়া বাজারে আসি এবং শেখ জামালের চা পান করি।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply