গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় লিপটন মোল্যা (২৫) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়ছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
লিপটন মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামের মিরাজ মোল্যার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মটর সাইকেলে করে গোপালগঞ্জ শহরের দিকে আসছিল লিপটন। এসময় মহাসড়ক দিয়ে বাইবাস সড়কে ওঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে স্বাধীনতা চত্ত্বর স্মৃতি স্তম্ভে ধাক্কা খায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা লিপটনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সে মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মায়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মোজাম্মেল হোসেন মুন্না, ১৪,০৬,২০১৯
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply