চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী তরিক মৃধার নতুন গান প্রকাশ হয়েছে। এই শিল্পী বললেন, ফোক ও হিন্দুস্তানি ধ্রুপদী সংগীতের মিশ্রণে গানটি তৈরি হয়েছে। গানের সঙ্গে আছে দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও।
তরিক মৃধার গাওয়া এ গানের শিরোনাম ‘হাওয়ার গাড়ী’। লিখেছেন আহমেদ খসরু, সুর করেছেন এস আই শহিদ, সংগীতায়োজন করেছেন এম এ রহমান।
গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভি উচ্ছ্বাস। গানের ভিডিও নির্মাণ করা হয়েছে নারায়ণগঞ্জের পানামা সিটিতে।
শিল্পী তরিক মৃধা বলেন, স্রষ্টার মহিমায় মুগ্ধ হয়ে করজোড়ে তার সান্নিধ্যই কামনার কথাই ফুটে উঠেছে গানটিতে।
তিনি বলেন, আগামীতে সুফি গানই করতে চাই। ছোটবেলা থেকে ক্লাসিক্যাল গানে ঝোঁক বেশি। ফোক আর ক্লাসিক্যালের মিশেলে গান করতে চেয়েছি। হাওয়ায় গাড়ি ঠিক তেমনই গান।
চ্যানেল আই সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম থেকে ২০১৭ সালে চূড়ান্ত পর্বে ছিলেন তরিক মৃধা। কিছুদিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো চলচ্চিত্রের একটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। সাইফ চন্দন পরিচালিত ওই ছবির নাম ‘আব্বাস’। সোমেশ্বর অলির লেখা ওই গানের সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। গানটির শিরোনাম ‘কোন ফুলে পূজো দেই। শিগগির ছবিটি মুক্তি পাবে।
তরিক মৃধা গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর কৃতি সন্তান। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র তরিক মৃধা ছোট বেলা থেকে স্বপ্ন দেখতেন একদিন নাম করা গায়ক হবেন। আজ তিনি সফল। তার সফলতায় কাশিয়ানীবাসী গর্বিত।
আমার মৌলিক সুফি গান৷ ভাল লাগলে শেয়ার করবেন—-
https://www.youtube.com/watch?v=CvXKWhNY1zc&feature=share
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply