মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে সমুন্নত রাখা এবং বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রীকে যথাযথ পরামর্শ দেয়ার লক্ষ্যে তাঁর একজন উপদেষ্টা থাকা প্রয়োজন বলে মনে হয় । কারণ এ পর্যন্ত যাদেরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী করা হয়েছে তারা প্রতি পদে পদে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন । ঐসব মন্ত্রীরা জানেন না কীভাবে কোন প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চেতনা ও মর্যাদা সমুন্নত রাখতে হয় । অভিজ্ঞতায় দেখা গেছে, মন্ত্রীদের অযোগ্যতার সুযোগ নিয়ে বা তাদের অগোচরে বা তাদের অন্ধকারে রেখে মুক্তিযুদ্ধ-চেতনাবিরোধী আমলা-কর্মচারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুন্ঠিত করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের শুধু অবজ্ঞাই নয়, তাদের সাথে চরম দুর্ব্যবহারসহ তাদের কাছ থেকে বিরাট অংকের অর্থ হাতিয়ে নেয়; কায়দা-কৌশলে নিজেদের বাবা দাদা শ্বশুরসহ অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে দেয় ! এ ব্যতীত গত ক’বছর পূর্বে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের জন্য নির্মিত সোনার ক্রেস্টে সোনা না-দেয়ার মতো জঘন্য ঘটনা ঘটলেও এ-জালিয়াতির সাথে জড়িত আমলা-কেরানি-ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হয়নি । এনিয়ে বিদেশের কাছে আমাদের দেশের মর্যাদা দারুণ ক্ষুন্ন হয়েছে । এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে হরিলুটের কারবার চলে আসছে ফ্রি-স্টাইলে । আর একটি বিষয় লক্ষণীয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালযটির নামের সাথে জাতীয় চেতনা জড়িত থাকলেও দু:খজনক সত্য এই যে, এ মন্ত্রণালয়ের সচিবসহ ৯০% ক্ষেত্রে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অমুক্তিযোদ্ধাসহ স্বাধীনতাবিরোধী পরিবার থেকে এসেছে ! মনে হয়, কেউ যেন কোথায় বসে বেছে বেছে এমন অপকর্মটি নির্দ্বিধায় করে আসছে ! এমনও প্রমাণ রয়েছে যে, যুদ্ধাপরাধে ফাঁসিতে-ঝোলা আলবদর নেতা ও চারদলীয় জোট সরকারের মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর এককালীন একান্ত সচিবকে পর্যন্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল !
বিগত যুগ যুগ ধরে মুক্তিযোদ্ধাদের প্রতি নিদারুণ অবিচার অবহেলা অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে । ফলশ্রুতিতে তাদেরই ত্যাগ তিতিক্ষা শৌর্য্য ও বীরত্বে অর্জিত বাংলাদেশে তাদের অধিকাংশই চরম মানবেতর জীবন যাপন করতে করতে বর্তমানে মরণসাগর পাড়ে এসে পৌঁছেছে । অপর দিকে সরকারের মধ্যে অবস্থানকারী মুক্তিযুদ্ধবিরোধী একটি পাষন্ড আমলাশক্তি মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিও নানাভাবে বিরূপ আচরণ করেছে, শেষ পর্যন্ত জাতির পিতা প্রদত্ত মুক্তিযোদ্ধা কোটাটি পর্যন্ত খেয়ে ফেলেছে ! মুক্তিযোদ্ধা সন্তানদের মেধা নেই বলে অনেক আমলা ও তথাকথিত বুদ্ধিজীবীরা নির্দয় কথাবার্তা বলে প্রকারান্তরে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান দেখানোর ধৃষ্টতাও প্রদর্শন করেছে, যা সহ্যসীমার বাইরে ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা সংজ্ঞা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে একটি ভুয়া সংজ্ঞা আবিষ্কার করে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে এ মন্ত্রণালয়ের মন্ত্রী-জামুকা ও আমলারা যে কী নিদারুণ ব্যর্থতা অযোগ্যতা ও অপদার্থতার পরিচয় দিয়ে আসছেন তা দেখলে হতাশায় মন ভরে ওঠে । অপরদিকে মন্ত্রণালয় ও জামুকার অপরিণামদর্শিতায় গত কিছুদিন পূর্বে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে সর্বকালের সেরা নপুংসক সংগঠন মুক্তিযোদ্ধা সংসদের তথাকথিত নির্বাচিত কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত হয়েছে, তাদের বিরাট অংশ সব সভ্যতা ভব্যতা ও নৈতিকতার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বিভিন্ন স্হানে ভূয়াদের রক্ষা ও হবুদের মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়ার অনৈতিক আর্থিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে পুরো কার্যক্রমটি ভন্ডুল হয়ে গিয়েছিলো, যার ফলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা দারুণভাবে ক্ষুন্ন হয়েছে । সুপ্রিম কোর্টের আদেশে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই পুনরায় শুরু হলেও দেখা যাচ্ছে, জামুকা নামক আরেকটি মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বেই এখন যাকে-তাকে মুক্তিযোদ্ধা বানানোর অপকর্মটি হচ্ছে । কিসের ভিত্তিতে তারা প্রায় প্রতিদিন মুক্তিযোদ্ধা বানিয়েই চলেছেন, তা কেউ বুঝতে পারছেন না । মূলত: বঙ্গবন্ধু সরকারের প্রদত্ত বাহাত্তর সালের মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে ত্রুটিমুক্ত স্বচ্ছ ও গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের লক্ষ্যে বিচারবিভাগ, সামরিক বাহিনী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে যাচাই বাছাই কার্যক্রমটি পরিচালনা করা উচিত ছিলো ।
মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ—–মুক্তিযোদ্ধারাই বাংলাদেশের রূপকার——এই বিষয়টি সরকারকে ভেবে সে-অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে মুক্তিযুদ্ধবিষয়ক একটি সেল গঠন করে, তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেয়ার লক্ষ্যে একজন উপদেষ্টা নিয়োগ করা হলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা সংরক্ষণ করা যেতে পারে বলে আমার ধারণা । বিষয়টি গভীরভাবে মূল্যায়ন করার জন্য সরকারসহ মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক দেশবাসীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি ।
——-আবীর আহাদ,
চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply