গোপালগঞ্জ প্রতিনিধিঃ– আগামী ২০১৯/২০ অর্থ বছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচীর পালিত হয়।
এ উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা ঘোষিত বাজেট জনকল্যাণমূলক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ এখন বিশ্বের উন্নত দেশ গুলোর মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই বাজেটই তার প্রমাণ। এ বাজেটের মাধ্যমে দেশের সাধারণ মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটবে। দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply