একাত্তরের মুক্তিযোদ্ধা’র চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদ সম্প্রতি জাতীয় সংসদে মাননীয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জেলাওয়ারি মুক্তিযোদ্ধাদের যে তালিকা প্রকাশ করেছেন তা সত্যের অপলাপ বলে প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
আজ এক বিবৃতিতে আবীর আহাদ বলেন, সব মিলিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা কোনো অবস্থাতেই দেড় লক্ষের বেশি নয় । অথচ মন্ত্রী বাহাদুর মুক্তিযোদ্ধাদের সংখ্যা প্রকাশ করেছেন দু’লক্ষ চৌত্রিশ হাজারেরও ওপরে । মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নিজেই কিছুদিন আগে সাতচল্লিশ হাজার অমুক্তিযোদ্ধার সনদ বাতিল করে ভুয়াদের বিতাড়নের একটি ঢিলেঢালা অভিযান শুরু করেছে । আর আমিসহ প্রকৃত মুক্তিযোদ্ধাদের হিসেবমতে অমুক্তিযোদ্ধার সংখ্যা হবে আশি হাজারেরও বেশি । অথচ মন্ত্রী সাহেব পবিত্র সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন দেশে দু’লক্ষ চৌত্রিশ হাজার মুক্তিযোদ্ধা রয়েছেন । এ-ঘোষণার মাধ্যমে মন্ত্রী বাহাদুর প্রায় আশি/পাঁচাশি হাজার ভুয়াদেরও মুক্তিযোদ্ধা হিশেবে স্বীকৃতি দিয়েছেন !
আবীর আহাদ বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রায় পঞ্চাশ হাজার অমুক্তিযোদ্ধা, এমনকি হাজার হাজার রাজাকারও মুক্তিযোদ্ধা বনে গেছে । অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিগত দশ বছরে কম করে হলেও ত্রিশ হাজার লোককে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে ! আমরা বুঝতে অক্ষম, আওয়ামী লীগ সরকার কী করে বঙ্গবন্ধু সরকারের বাহাত্তর সালের মুক্তিযোদ্ধা সংজ্ঞার বাইরে গোঁজামিলের সংজ্ঞায় এখনো প্রতিদিন মুক্তিযোদ্ধা বানিয়েই চলেছেন ?
পরিশেষে আবীর আহাদ বিগত বিএনপি-জামায়াত ও বর্তমান সরকারের আমলে যেসব গেজেট হয়েছে তা বাতিল করে বঙ্গবন্ধুর বাহাত্তর সালের মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করে প্রকৃত মুক্তিযোদ্ধার একটি পূর্ণাঙ্গ সঠিক তালিকা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply