পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, গত ২৩ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব আইডি “টিডি তনু দত্ত” পবিত্র কাবা শরীফের ছবির উপর শিব ঠাকুরের ছবি দিয়ে ফেসবুকে শেয়ার করে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তনুকে পেয়ে এলাকাবাসী গণপিটুনি দেয়। বিষয়টি পুলিশকে জানালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় তনুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply