কালের চাকা ৱিপোর্ট- ঢাকা থেকে নতুন আঙ্গিকে প্রচারিত হতে যাচ্ছে ১৯ বছর সুনামের সহিত সর্বাধিক প্রচারিত জাতিয় পত্রিকা কালের চাকায় নিয়োগ। পত্রিকার কার্যক্রম দেশ ব্যাপি চালানোর জন্য লক্ষে ( শুন্য পদে ) কিছু সংখক প্রতিনিধি নিয়োগ করা হইবে।
ব্যুরো প্রধান, বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, পৌর প্রতিনিধি, কলেজ প্রতিনিধি, নিজস্ব সংবাদদাতা, শিক্ষানবিশ সাংবাদিক,ব্রডকাস্ট টেকনিশিয়ান, ভিডিও সম্পাদক, অনলাইন ভিডিও সম্পাদক, শব্দ সম্পাদক, সম্প্রচার সম্পাদক, সম্প্রচার প্রকৌশলী, আর্থ স্টেশন প্রকৌশলী, আলোক সম্পাত সহকারী, মোশন গ্রাফিক ডিজাইনার, নিউজরুম এডিটর, নিউজ প্রেজেন্টার, ক্রীড়া সম্পাদক, বাণিজ্য সম্পাদক, সহ সম্পাদক উপ সম্পাদক, যুগ্ন সম্পাদক, সহযোগী সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক,বার্তা সম্পাদক, যুগ্ন বার্তা সম্পাদক, সহকারী বার্তা সম্পাদক, সহকারী সম্পাদক, ফিচার এডটির, নগর সম্পাদক, মফস্বল সম্পাদক, আর্ন্তজাতিক সম্পাদক, বিনদন সম্পাদক, শিফট ইনচার্জ, সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আবেদন প্রক্রিয়া:- আগ্রহীদের ২৮ /০২/২০১৯ ই-এর মধ্যে সম্প্রতি তোলা ০১ কপি রঙিন ছবিসহ জীবন বৃত্তান্ত এবং জাতীয় পরিচয় পত্রের কপি royellab@gmail.com | info@kalerchaka.com এই ই-মেইলে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে । ই-মেইলে আবেদন পর্যালোচনা করে চুড়ান্ত মনোনিত প্রার্থীদেৱকে অফিসে সাক্ষাতেৱ জন্য যোগাযোগ করা হইবে ৷
বি: দ্র: – আগে যারা আবেদন করে বালিত হয়েছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
সতর্কতা- কালের চাকায় কোন প্রতিনিধি নিয়োগেৱ ক্ষেত্রে কোন ৱকম জামানত, কার্ড, উৎকোচ, বা নিয়োগ নিয়ে বাণিজ্য করেনা ৷ শুধুমাত্র যোগ্যতা বিবেচনা এবং প্রতিনিধিৱ নিজ নিজ এলাকায় পত্রিকাটি প্রচাৱেৱ স্বার্থ বিবেচনা করে নিয়োগ করা হয় ৷
নুর মিডিয়া এন্টারটেইনমেন্ট
(নুর গ্রুপ বাংলাদেশে এর একটি অঙ্গ প্রতিষ্টান noorgroupbd.com )
______________________________________
সুইট : ৩০০৯/এ, লেভেল : ০৩, হাজি আসরাফ শপিং কমপ্লেক্স এন্ড টাওয়ার, হেমায়েতপুর, সাভার, ঢাকা |
মোবাইল: 01711991846, 09602-333111 | 09602-333111
ইমেইল : royellab@gmail.com | info@kalerchaka.com |
ওয়েবসাইট : kalerchaka.com
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply