সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ- সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে একই পরিবারের ৩ জন ও পৃথক স্থানে একজন নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার সময়।
নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ইমহল এলাকার আজম আলীর ছেলে আল আমিন (২২), তার স্ত্রী সাবিনা (১৮) ও সহোদর রবিউল ইসলাম (১৮)।
এছাড়া একই ঘটনায় ওই ইউনিয়নের বাগমারী গ্রামের মুনসুর আলী নামে একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাযায়, শুক্রবার সকাল ১০ টার দিক থেকে ওই এলাকায় বৃষ্টি আরম্ভ হয়। এসময় আকস্মিক বজ্রপাত ঘটে আজম আলীর ঘরের চালের উপর। ওই বজ্রপাতে ঘরের ভিতরে থাকা আল আমিন, সাবিনা ও রবিউল নিহত হয়।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)মোঃআজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply