গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের অর্থায়ন ও সহযোগিতায় এবং কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দীন, কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, প্রকৌশলী দেবাশীষ বাগচী, মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, খোকন বালা, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
প্রশিক্ষণটিতে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা ও এনজিও প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply