মোঃহাচিবুর রহমান,নড়াইলঃ- নড়াইলের কালিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো ফারুক সর্দার (৪০) ও নয়ন বর্মণ (২০) গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভক্তডাঙ্গা গ্রামে একটি মাছের ঘেরে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানিয়রা জানায়, ঐ দিন দুপুর ১২ টার দিকে বৃষ্টির সময় ৬ জন একত্রে মাছ ধরতে জায় ভক্তডাঙ্গার একটি ঘেরে। হঠাৎ বজ্রপাতের শব্দ শুনে তারা দৌড়ে ঘেরের পাড়ে বিশ্রাম ঘরে গিয়ে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে দুজন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহত ফারুক সর্দার ভক্তডাঙ্গার সুরবান সর্দারের ছেলে এবং নয়ন বর্মন ছোটকালিয়ার ফুলনাথ বর্মনের ছেলে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply