গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের গেঁড়া খোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম (৩৪) ও ছেলে সাকিব খান (৮)।
জানা গেছে, রাস্তা পারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্ট মার্টিন নামের একটি বাস তাদেরকে চাপা দেয়।
ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান জানান, বাস ও এর চালককে আটক করেছে পুলিশ। সকাল ১০টার দিকে প্রশাসনের অনুরোধে জনতা অবরোধ তুলে নেয় এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মা ও ছেলের লাশ তাদের আত্মীয়-স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply