গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :- গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে আম্বালা ফাউন্ডেশনের গণনাটক মঞ্চস্থ হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাফুলা বাড়ী গ্রামের গোবিন্দ মন্দির চত্বরে বেসরকারি সংস্থা আম্বালা ফাউন্ডেশন পরিচালিত আইটিএমএফসি প্রকল্পের মাধ্যমে আম্বালা নাট্য দলের পরিবেশনায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণনাটক “ঘরের লক্ষ্মী” মঞ্চস্থ হয়। নাটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আম্বালা ফাউন্ডেশনের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো: শাহাদাত কামাল। এসময় নাট্য পরিচালক মো: শাহিন রহমান, আম্বালা ফাউন্ডেশনের আইটিএমএফসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার রঞ্জিত মল্লিক,একাউন্স অফিসার মো: মাসুম বিল্লাহ,ফিল্ড সুপারভাইজার শ্যামল রায় উপস্থিত ছিলেন। নাটকটি উপভোগ করেন কাফুলাবাড়ী গ্রামসহ রামশীল ইউনিয়নের পাঁচশতাধিক নারী-পুরুষ। উপজেলার বিভিন্ন গ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ নাটক মঞ্চায়ন হবে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply