গৌরাঙ্গ লাল দাস,ষ্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭১ দরিদ্র শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মাহফুজুর রহমান।
গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান তার নিজ উদ্যোগে কোটালীপাড়া থানা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিশু কল্যান ট্রাস্ট কর্তৃক পরিচালিত ছিন্নমূল শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের ৭১ দরিদ্র শিশুর হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেন।
এ সময় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুন্সি মো: সোহেল রানা, ছিন্নমূল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রাণী ভৌমিক উপস্থিত ছিলেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক প্রীতি রাণী ভৌমিক বলেন, এই বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিশু কল্যান ট্রাস্ট কর্তৃক পরিচালিত। এখানের অধিকাংশ শিক্ষার্থীই দরিদ্র। ইউএনও স্যার বিদ্যালয়টির একটি অনুষ্ঠানে এসে কোমলমতি এ সব শিক্ষার্থীদের স্কুল ড্রেস বানিয়ে দেবার ঘোষনা দিয়ে ছিলেন। সে অনুযায়ী তিনি আজ শিক্ষার্থীদের মাঝে নতুন ড্রেস বিতরণ করলেন।
নতুন স্কুল ড্রেস পেয়ে খুশি হবার কথা জানিয়েছে বিদ্যায়লয়টির শিক্ষার্থী।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুন্সি মো: সোহেল রানা বলেন, এই বিদ্যালয়টির নিজস্ব ভবন নেই। নেই কোন আসবাবপত্র। রাতে বিদ্যুৎ চলে গেলে শিক্ষার্থীদের অন্ধকারে থাকতে হয়। আমি বিদ্যালয়টির সমস্যাগুলো দূরীকরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, শ্রীঘই বিদ্যালয়টির সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণ করবো।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply