কালের চাকা ডেক্স : ঢাকা হতে বহুল প্রচারিত জনপ্রিয় পত্রিকা কালের চাকার অনলাইন ও প্রিন্ট ভার্সনের পাঠক বন্ধুদের নিয়ে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা ও আলফাডাঙ্গা পৌর ” কালের চাকা” পাঠক সংঘের কমিটি গঠন করা হবে।
আগ্রহী বন্ধুরা অনলাইন সংস্করনের কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানান।
স্বচ্ছ ও গঠন মূলক সংবাদপত্র বিকাশে পাসে থাকুন।
আগ্রহী গন নাম ফোন নাম্বার গ্রামের নাম লিখে কমেন্স করেন
পাঠকই কালের চাকার প্রাণ। ‘কালের চাকা বন্ধু সংঘ’ এই পাঠকদেরই সংগঠন। কালের চাকা কেবল একটি সংবাদপত্র নয়; রাষ্ট্রে ও সমাজে শুভ, কল্যাণ ও শ্রেয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের তরুণসমাজ এর বিপুল পাঠকগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ। তারা এ দেশের ভবিষ্যতের নির্মাতা। তাদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যত কতটা উজ্জ্বলতর হবে।নিজেকে উন্নততর মানুষ হিসেবে গড়ে তুলতে পারা তাই তরুণসমাজের এক বড় কর্তব্য। তাহলেই তারা মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মানুষ ও বিশ্বমানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবেন। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে তারা উদ্বুদ্ধ হতে পারে দেশপ্রেম ও মানবকল্যাণে, নিজেদের গড়ে তুলতে পারেন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে।
‘বন্ধু সংঘ’ তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়। এটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।
শুধু সংবাদ পাঠই নয়, সুন্দর সুগঠিত আগামী বিনির্মান হোক আমাদের লক্ষ্য এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে “কালের চাকা বন্ধু সংঘ”
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply