গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের পাটকেলবাড়ী বাজারের মা মিষ্টান্ন ভান্ডার ও বাসন্তী মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান। এসময় তার সাথে ছিলেন ক্যাব’র গোপালগঞ্জ শাখার সাধারন সম্পাদক মোজহারুল হক বাবলু।
মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ঐ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ক্যাব’র গোপালগঞ্জ শাখার সাধারন সম্পাদক মোজহারুল হক বাবলু জানিয়েছেন মিষ্টির দোকান দুটিতে দারুন নোংরা পরিবেশ বিদ্যমান ছিল। একটিতে পোড়া তেল ও অন্যটির ফ্রিজে মাছ, মাংস ও দই একইসাথে রাখা ছিল। সে কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৩ ধারায় ঐ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply