গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে নকল জুস ও চানাচুর ফ্যাক্টরির সন্ধান মিলেছে। দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আইস ফ্যাক্টরির আড়ালে বিভিন্ন নামি-দামি কোম্পানির জুস ও চানাচুর তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।
মঙ্গলবার (২ জুলাই) সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মাঈন উদ্দিন অভিযান পরিচালনা করে ভেজাল জুস ও চানাচুর তৈরির মেশিনপত্র ও মালামাল জব্দ করেন।
এ সময় এনামুল ফকির ও শফিকুল শেখ নামে দুই কর্মচারীকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া ভেজাল ওইসব জুস ও জুস তৈরির কেমিক্যাল এবং ভেজাল চানাচুর ধ্বংস করেন।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মাঈন উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত ধরে আব্দুল্লাহ মৃধা ও হাবিবুল্লাহ মৃধা অবৈধ ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ফ্যাক্টরির মালিকেরা পালিয়ে যায় বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ভেজাল জুস ও চানাচুর তৈরির মেশিনপত্র আটক করা হয়েছে এবং ফ্যাক্টরির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে। এছাড়া ভেজাল মালামাল ধ্বংস করা হয়েছে।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply