গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
গৌরাঙ্গ লাল দাস,স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ :
গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক শাহিদা সুলতানার সাথে কোটালীপাড়া উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, মুজিবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালের হাওলাদার, লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, উত্তম কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল, কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আমরা সকলে মিলে একটি উন্নয়নের নকশা তৈরী করে একটি স্বপ্নের গোপালগঞ্জ গড়ে তুলবো।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সুধীজনদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply