গৌরাঙ্গ লাল দাস, স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা পরিবারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন কলেজটির সহকারী অধ্যাপক মীর মঞ্জুর-ই- মাওলা। স্বপ্নযাত্রা পরিবারের কোটালীপাড়া ইউনিট সভাপতি সাকিব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, ছাত্রলীগ নেতা সাজ্জাদ সুমন, জুয়েল মুন্সী, শামিম দাড়িয়া, রাসেল নিজামী, নিয়াজ মোর্শেদ, মাইনুল ইসলাম রিমু, তরিকুল সরদার বক্তব্য রাখেন।
স্বপ্নযাত্রা পরিবারের কোটালীপাড়া ইউনিট সভাপতি সাকিব তালুকদার বলেন,স্বপ্নযাত্রা পরিবার আর্তমানবতার সেবায় কাজ করে। আমরা এই সংগঠনটির পক্ষ থেকে অসুস্থ্য রোগীদের ফ্রি ব্লাড সংগ্রহ করে দিয়ে থাকি। সেই উদ্যেশ্য নিয়েই আজকের এই ক্যাম্প। আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রায় ৫শতাধিক শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। আমরা এ সকল শিক্ষার্থীর ব্লাড গ্রুপ ও মোবাইল নম্বর রেখে দিচ্ছে। যাতে যাদের রক্তের প্রয়োজন হবে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply