আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভাধীন মিঠাপুর গ্রামে মৃত শফিজ্জুদ্দিন খালাসির ছেলে হিরু খালাসী(৬০)বাড়িতে গত সোমবার(১৪-১-১৯) দিবা গত রাত আনুমান ২ঃ৪০ মিঃ সময় দুধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে বলে জানা যায়।হিরু খালাসি বলেন রাত ২ঃ৪০ সময় ৭,৮জনে ডাকাত দল জানালার রড বাঁকা করে একটি ছোট ছেলেকে জানালার মধ্য দিয়ে ঘরের ভিতর প্রবেশ করায় ধারনা করা হচ্ছে,ঐ ডাকাত ঘরের দরজা খুলে দিলে ৫ জন ঘরের মধ্য প্রবেশ করে আমার বড় ছেলে জুলেয় কে অস্ত্রের মুখে জিম্মি করে।তার পর জুয়েলের ৬ মাসের ছেলেকে জিম্মি করে তার মাকে(আরজিনা বেগম)দিয়ে শশুড়ের দরজা খুলালে ৩ জন ডাকাত তার রুমে ঢোকে।হিরু খালাসির বড় ছেলে জুয়েল (৩০) ও অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪ ভরি মত সোনা, নগদ টাকা নিয়ে যায়।বের হয়ে যাওয়ার সময় হিরু খালাসি এক জনকে ধরে ফেলে,ডাকাত দলের একজন পিছন থেকে রাম দা দিয়ে কোপ মারে।পরে তাকে হাসপালে ভর্তি করে মাথায় ১৩ টা সেলাই দেওয়া হয়।হাসপাতালে ভর্তি আছে। তাদের কাছে রামদা, ছোরা ও পিস্তল ছিল।
আলফাডাঙ্গা উপজেলা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার রাতে ৭ঃ৩০ মিঃ দিকে হাসপাতালে দেখতে যান,হিরু খালাসি বাড়িতে ডাকাতি হয়েছে বলেন।ডাকাত চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার করার অনুরোধ করেন থানার ওসিকে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের বাড়িতে ডাকাতি হয়েছে শুনা গেছে,তবেঅভিযোগ দিতে এখনও কেউ আসেনি।লিখিত অভিযোগ পেলে মামলা হবে।দ্রুত গ্রেফতার করা হবে।
ঐ একই রাতে ইবাদত,বিল্লাল,মনিরুজ্জামান তিনটি বাড়ীতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়।
© All rights reserved 2000-2023 © kalerchaka.Com
Leave a Reply