মো: হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধি:- নড়াইলের কালিয়ায় ষষ্ঠ শ্রেণীর একছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার(১৩জুলাই)সকাল ১১টায় কালিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কের ওপর থেকে শুরু হয়ে সরকারী শহীদ আব্দুল সলাম ডিগ্রী কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় শহীদ আব্দুস সলাম সরকারি ডিগ্রী কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,কালিয়া সরকারী শহীদ আব্দুস সলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ তপন কুমার দাশ,কালিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী প্রমূখ।বক্তারা বলেন,‘ কালিয়ায় ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণসহ বিশ্ববিদ্যালয়,কলেজ,মাদ্রাসা,মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের ওপর ধর্ষণের ঘটনার উপযুক্ত বিচার করতে হবে।কালিয়া সহ সারা দেশে পূণরায় এ রকম ধর্ষণের ঘটনা যাতে আর ঘটতে না পারে, সে দিকে সংশ্লিষ্ট প্রশাসনের বিশেষ দৃষ্টি দেয়ার আহবান জানান।’
প্রসঙ্গত, উপজেলার পঞ্চগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের পাশে পাট ক্ষেতে মুখ বেঁধে ধর্ষণ করে।ধর্ষক নয়া মাউলী গ্রামের মৃত ছাত্তার মোল্যার ছেলে ছবেদ মোল্যা (২৬)। ধর্ষিতা শিশুর মা ওই রাতে নড়াগাতী থানায় একজনকে আসামী করে মামলা দায়ের করেন। পুুলিশ বৃহস্পতিবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছেন।শনিবার কালিয়ায় ও বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের সামনে সড়কের ওপর ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়।
© All rights reserved 2000-2025 © kalerchaka.Com
Leave a Reply